মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

‘বন্দুকযুদ্ধে’ তিন জেলায় তিনজন নিহত

প্রতিদিন ডেস্ক

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকা থেকে শহিদুল (৩৪) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। ময়মনসিংহে শীর্ষ মাদকসম্রাজ্ঞী রেহেনার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শরীয়তপুরের গোসাইরহাটে রুহুল আমিন বাঘা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক যশোর জানান, জেলায় অভয়নগর থানার ওসি শেখ গনি মিয়া বলেন, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রেমবাগ এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন ওসি। পুলিশের দাবি, নিহত শহিদুল মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে। নিহত শহিদুল (৩৪) অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নূর ইসলামের ছেলে। ময়মনসিংহ প্রতিনিধি জানান, জেলার শীর্ষ মাদকসম্রাজ্ঞী রেহেনার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে সদর উপজেলার গন্ডপা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যকার দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ রেহেনার মৃত্যু হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, ‘স্থানীয় এলাকাবাসী ওই দিন ভোরে আমাদের খবর দেয় এক মহিলার মরদেহ পড়ে রয়েছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে রেহেনা নামে ওই নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।’ জানা যায়, নগরীর কোতোয়ালি মডেল থানায় রেহেনার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। শরীয়তপুর প্রতিনিধি জানান, জেলার গোসাইরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুহুল আমিন বাঘা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে গোসাইরহাট উপজেলার নাগেরপারা ইউনিয়নের ভদ্রচাপ গ্রামের একটি নির্জন জায়গায় ইয়াবাসহ মাদক বেচাকেনা করছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যায় চক্রের সদস্যরা। এ সময় পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি রাইফেল উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলে রুহুল আমিন বাঘাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রুহুল আমিন বাঘার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলাসহ ছয়টি মামলা রয়েছে।

সর্বশেষ খবর