মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

এ বছর ৫৫ হাজার নারী কর্মী বিদেশে গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, চলতি বছর ৫৫ হাজার ১৪৯ জন নারী কর্মী বিদেশ পাঠানো হয়েছে। আর বিভিন্ন সমস্যার কারণে ৩৬৯ জন নারী কর্মী দেশে ফিরে এসেছেন। কর্মক্ষেত্রে নারী কর্মীদের হয়রানি বন্ধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আইনজীবী নিয়োগ করে আইনগত সহায়তা প্রদান, প্রতিকার পাওয়ার জন্য প্রবাসবন্ধু কলসেন্টার চালু করাসহ ওমান ও সৌদি আরবের জেদ্দা ও রিয়াদে সেইফ হোম প্রতিষ্ঠা করা হয়েছে। জাতীয় সংসদের গতকালের বৈঠকে টেবিলে উত্থাপিত জাতীয় পার্টির সেলিম উদ্দিনের (সিলেট-৫) প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২১তম মুলতবি অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

৩১ লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থান : সানজিদা খানমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে (১ জানুয়ারি ২০১৪ থেকে ৩১ মে ২০১৮ পর্যন্ত) ৩০ লাখ ৯৪ হাজার ৮৪৮জন কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেছে। এর মধ্যে ২০১৭ সালেই বিদেশ গেছেন ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন। সংসদে দেওয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী ২০১৪ সালে বিদেশ গেছেন ৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জন। ২০১৫ সালে বিদেশ গেছেন ৫ লাখ ৫৫ হাজার ৮৮১জন। ২০১৬ সালে বিদেশ গেছেন ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন। ২০১৮ সালের মে মাস পর্যন্ত বিদেশ গেছেন ৩ লাখ ৪৭ হাজার ২৭ জন।

সর্বশেষ খবর