মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা
কৃষি সংবাদ

ব্রি-ধান-৫০ বাংলামতি চাষে আগ্রহ

দিনাজপুর প্রতিনিধি

ব্রি-ধান-৫০ বাংলামতি চাষে আগ্রহ

অন্যান্য প্রচলিত ধানের চেয়ে উৎপাদন খরচ কম এবং বাজার মূল্য ভালো পাওয়ায় ব্রি-ধান-৫০ বাংলামতি সুগন্ধি ধান চাষে কৃষকেরা ঝুঁকছে। এ বোরো মৌসুমে এই ধান চাষে দিনাজপুরের বিরামপুর, চিরিরবন্দরসহ বিভিন্ন এলাকার কৃষকরা আগ্রহী হয়ে উঠেছে। এ অঞ্চলের কৃষকেরা লাভবান হতে আগামী মৌসুমে ব্রি-৫০ বাংলামতি ধান চাষে ব্যাপকহারে আগ্রহ প্রকাশ করেছেন। দিনাজপুরে নতুন জাতের সুগন্ধি ধান ব্রি-ধান-৫০ চাষ করে ভালো ফলন অর্জন করায় কৃষকদের মাঝে এ ধান চাষে ব্যাপক আগ্রহ জাগিয়ে তুলেছে। ফলে আগামীতে এ ধানের চাষ ব্যাপকহারে হবে বলে আশা করছেন কৃষি সম্প্রসারণ বিভাগ। চিরিরবন্দরের আব্দুলপুর ইউপির চৌধুরীপাড়া গ্রামের কৃষক রেজাউল করিম জানান, এবার ৩৩ শতক জমিতে ব্রি-ধান-৫০ চাষ করেছেন। চারা লাইন করে রোপণ করার ফলে চারার পরিমাণ কম লাগার পাশাপাশি ফলন বৃদ্ধি ও রোগ পোকা-মাকড় কম হয় ও অন্তর্বর্তীকালীন পরিচর্যা করতে সহজ হয়। তিনি চলতি বোরো মৌসুমে ব্রি-ধান-৫০ চাষ করে ২৬ মণ ধান উৎপন্ন করেছেন যার বাজার মূল্য ১৮ হাজার ২০০ টাকা। উৎপাদন খরচ বাদ দিয়ে তার লাভ হয়েছে ১০ হাজার ৪০০ টাকা। কিন্তু সনাতন পদ্ধতিতে ওই জমিতে চাষ করতে তার ব্যয় হতো প্রায় ৮ হাজার টাকা। ধান উৎপাদন হতো ২০ থেকে ২২ মণ যার বাজার মূল্য ১২ থেকে ১৩ হাজার টাকা, এতে তার উদ্বৃত্ত  লাভ হয় ৬ হাজার ৩০০ টাকা।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সার্বিক পরামর্শ ও গ্রাম বিকাশ কেন্দ্রের পেইস প্রকল্পের আওতায় সুগন্ধি ধান ভ্যালু চেইন প্রকল্পের সহযোগিতায় কৃষকরা বর্তমানে ধানের ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় আনন্দিত। এ প্রকল্প চালু থাকলে পরবর্তীতে সুগন্ধি ধান চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ খবর