শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

একসঙ্গে ১০ হাজার মানুষ ইয়োগায়

কূটনৈতিক প্রতিবেদক

একসঙ্গে ১০ হাজার মানুষ ইয়োগায়

ভোর সাড়ে ৫টা। দিনের আলো মাত্র ছড়াতে শুরু করেছে। ঈদের ছুটির রেশ না কাটা রাজধানীর বেশির ভাগ অংশই তখন একেবারে ফাঁকা। কিন্তু মতিঝিলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঘিরে নেমেছে মানুষের ঢল। প্রতিটি গেটে মানুষের ভিড়। গতকাল ভোরবেলার এ চিত্র প্রাচীন ভারতীয় যোগব্যায়াম বা ইয়োগা দিবস উদ্যাপন উপলক্ষে। ‘চতুর্থ আন্তর্জাতিক ইয়োগা দিবস’ পালনের অংশ হিসেবে ঢাকার ভারতীয় হাইকমিশন গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্যাপক পরিসরে এ ব্যায়াম অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার বাংলাদেশি সম্মিলিতভাবে অংশ নেন এ বিশেষ যোগব্যায়ামে। অবশ্য শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম ও রাজশাহীতে থাকা ভারতের সহকারী হাইকমিশনগুলোও আলাদাভাবে আয়োজন করে ইয়োগার। ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ইয়োগার এ আয়োজন ও আনুষ্ঠানিকতা চলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিওবার্তার মাধ্যমে উদ্বোধন হয় অনুষ্ঠানের। উত্সুক মানুষের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া সংস্থা, যোগ সংস্থা, স্কুল শিক্ষার্থী, বুদ্ধিপ্রতিবন্ধী শিশু, ঢাকা ও ঢাকার বাইরের কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ স্কাউটস অংশ নেয় ইয়োগায়। প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সম্মানিত অতিথি ছিলেন যুব ও ক্রীডা প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ও যুব ও ক্রীডা উপমন্ত্রী আরিফ খান জয়। স্বাগত বক্তব্য দেন হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগব্যায়ামকে নতুন মাত্রা দিয়েছেন, পরে তা বাংলাদেশেও চলে এসেছে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে। আজকে তরুণসমাজ স্বতঃস্ফূর্তভাবে যোগসমাবেশে যোগ দিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, সুস্থ ও নীরোগ শরীর, সুস্থ ও সুন্দর মনের জন্য ইয়োগা কার্যকর ভূমিকা রাখতে পারে। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ইয়োগা সুস্থ, সুন্দর জীবনের সহজ পন্থা— আমরা সেই বার্তা নাগরিকদের দিতে চাই।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) ভারতীয় সংস্কৃতিবিষয়ক শিক্ষক মাম্পি দে সাধারণ যোগ নিয়মাবলি পরিচালনা করেন। উৎকট আসন, গঙ্গাসন, বক্রাসন, বজ্রাসন, উষ্টাসন, ভুজঙ্গাসনসহ নানা আসনের কলাকৌশল দেখান তিনি। পরে আইজিসিসি ও ঢাকার বিভিন্ন যোগপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগাসন প্রদর্শন করেন। অনুষ্ঠানের শেষে একটি লাকি ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীরা পুরস্কার হিসেবে একটি টাটা টিয়াগো গাড়ি, একটি বাজাজ মোটরসাইকেল, ভারতে ভ্রমণ প্যাকেজ, দুজনের দিল্লি ট্রিপ ও ঢাকায় পাঁচ তারকা হোটেলে দুজনের থাকার সুযোগ লাভ করেন। প্রথম পুরস্কার টাটা টিয়াগো গাড়ি বিজয়ী হন মো. খায়রুল হাসান খান। ভারতীয় হাইকমিশনার জানান, ২০১৫ সালে ঢাকায় প্রথমবারের মতো এ আয়োজনে মাত্র ৭০০ জন অংশ নিয়েছিলেন। ২০১৬ সালের দ্বিতীয় আসরে ১৫০০, ২০১৭ সালে প্রায় ৫ হাজার নাগরিক এতে যোগ দেন। এবার ২০১৮-তে এসে এ সংখ্যা দাঁড়াল ১০ হাজারে। জানা যায়, ২০১৪ সালে জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা দেন। পরে জাতিসংঘ সাধারণ পরিষদ এ দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়।

সর্বশেষ খবর