শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

খুলনায় বাস খাদে পড়ে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। গতকাল দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার কয়রা দক্ষিণ বেতকাশির আবদুর রাজ্জাক (৩৫), উত্তর শেওড়া গ্রামের মোস্তফা গাজী (৩৫), মেঘারাইট গ্রামের শরিফুল গাজী (৩৫), পাইকগাছার ফতেহপুর গ্রামের নূর ইসলাম (৩৮) ও অজ্ঞাত (৪০)। এদের প্রত্যেকে পেশায় দিনমজুর। কাজের সন্ধানে তারা কয়রা ও পাইকগাছা থেকে খুলনা শহরে আসছিলেন বলে জানা গেছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, ডুমুরিয়া উপজেলার বরাতিয়া নামক স্থানে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাসের যাত্রী স্কুলশিক্ষক মো. খায়রুজ্জামান জানান, গতকাল সকালে মৌমিতা পরিবহনের বাসটি (সাতক্ষীরা জ ০৪-০০৮৮) কয়রা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। হাঁটুসমান পানির মধ্যে বাসটি উল্টে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মুজাফ্ফর শেখ জানান, বাসটির ছাদে ১৫-২০ জন লোক ছিল। ওই স্থানে সড়ক মেরামতের জন্য স্কেভেটর দিয়ে মাটি কাটার কাজ চলছে। ওই স্কেভেটরকে পাশ কাটাতে গিয়েই বাসটি উল্টে খাদে পড়ে যায়। চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর