শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

বিএনপির সরোয়ারসহ ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ ১২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। গত বুধবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠনের সময় আসামি সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় সরোয়ার ছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে আরও রয়েছেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, শ্রমিকদল নেতা বশির আহমেদ, যুবদল নেতা শাহেদ আকন সম্রাট, ছাত্রদল নেতা আফরোজা খানম নাসরিন, মহানগর ছাত্রদলের আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন প্রমুখ।

মামলা অনুযায়ী, ২০১৩ সালের ২৭ নভেম্বর নগরীর কাশীপুর বাজারে সরকারবিরোধী বিক্ষোভ করেন আসামিরা। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালান এবং গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। বিমান বন্দর থানার তৎকালীন উপ-পরিদর্শক আবুল খায়ের ২০১৪ সালের ৩১ অক্টোবর আদালতে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

সর্বশেষ খবর