শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

বাংলাদেশে ফুটবল শেখাবে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ফুটবলের অবস্থা উন্নয়নে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের পাশাপাশি কোচদেরও প্রশিক্ষণ দেবে ব্রাজিল। ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরা গতকাল সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া সচিবসহ কর্মকর্তারা ব্রাজিল সফরকালে শিক্ষার্থীদের প্রশিক্ষণ নিয়ে কথাবার্তা হয়। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রদূত এসেছিলেন, তার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

চীনে সোশ্যাল প্রোগ্রামের আওতায় ব্রাজিল স্কুল পর্যায় থেকে শুরু করে ফুটবল প্রশিক্ষণ দেয় জানিয়ে বীরেন শিকদার বলেন, অনুরূপভাবে বাংলাদেশের স্কুল ফুটবলকে এগিয়ে নিতে তারা সরকারের সঙ্গে কাজ করতে চায়। আমরা তাদের বিকেএসপি ভিজিটের জন্য আমন্ত্রণ জানিয়েছি। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ফুটবল যাতে আরও এগিয়ে যেতে পারে সেজন্য কোচ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, কোচদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করতে নীতিগতভাবে তারা রাজি হয়েছেন। বিকেএসপির কোচদের আরও সক্ষম করতে তারা তাদের কোচ দিয়ে সহযোগিতা করবেন। আশা করছি, এ কাজটি শুরু করতে পারলে আমাদের ফুটবলের ব্যাপক উন্নতি হবে।

সর্বশেষ খবর