শুক্রবার, ২৯ জুন, ২০১৮ ০০:০০ টা
পঞ্চম স্প্যান বসছে আজ

পদ্মা সেতুর দৃশ্যমান হবে ৭৫০ মিটার

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসছে আজ। এটি বসানো হবে সেতুর ৪১ ও ৪২ নম্বর পিলারের (খুঁটি) ওপর। এর ফলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ৭৫০ মিটার বা পৌনে ১ কিলোমিটার।

পদ্মা সেতু প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল জানিয়েছেন, ১৫০ মিটার দীর্ঘ স্প্যান শরীয়তপুরের জাজিরা প্রান্তে প্রস্তুত রয়েছে। সেখানেই বসানো হবে স্প্যানটি। এটিই জাজিরা প্রান্তের তীরের দিকের শেষ স্প্যান।

পদ্মা সেতু প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত করার পর গতকাল সকাল ৯টায় ভাসমান ক্রেন দিয়ে ধূসর রঙের স্প্যানটি জাজিরায় পাঠানোর কাজ শুরু হয়। বিকাল সাড়ে ৫টার দিকে ক্রেনটি ১৮ নম্বর খুঁটির কাছাকাছি অবস্থান করছিল। এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। পরে এ বছরের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসানো হয় দ্বিতীয় স্প্যান। ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর বসে তৃতীয় স্প্যান। সর্বশেষ ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানো হলে সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হয়।

সর্বশেষ খবর