মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা
মন্ত্রিসভা বৈঠক

রাষ্ট্রায়ত্ত শিল্প শ্রমিকদের মজুরি শতভাগ বাড়ানোর প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার শ্রমিকদের মজুরি শতভাগ বাড়িয়ে ৮ হাজার ৩০০ টাকা করার প্রস্তাব অনুমোদন এবং পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলি) আইন ২০১৮ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর সুপারিশের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হলো। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইন অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থা আইন ২০১৮ এবং বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন ২০১৮-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, নতুন বেতন কাঠামো অনুযায়ী রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি হবে ৮ হাজার ৩০০ টাকা এবং সর্বোচ্চ মজুরি ১১ হাজার ২০০ টাকা। আগে তাদের সর্বনিম্ন মজুরি ছিল ৪ হাজার ১৫০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার ৬০০ টাকা। তিনি জানান, এই নতুন মজুরি ২০১৫ সালের ১ জুলাই থেকে এবং ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা কার্যকর হবে ২০১৬ সালের ১ জুলাই থেকে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, রাষ্ট্রায়ত্ত কারখানার শ্রমিকরা আগের মতোই মূল মজুরির ৫০ শতাংশ হারে বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা, মূল বেতনের সমান দুটি করে উৎসব ভাতা, ছুটি নগদায়ন অথবা অবসরকালীন ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ ল্যাম্প-গ্রান্ট এবং মূল বেতনের ১০ শতাংশ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সুবিধা পাবেন। এ ছাড়া প্রতি বছর চাকরির জন্য দুই মাসের মূল মজুরির গ্র্যাচুইটি, মূল মজুরির ৩০ শতাংশ তবে সর্বোচ্চ ৩ হাজার টাকা পাহাড়ি ভাতা, প্রতি রাতে ঘণ্টাপ্রতি ১৫ টাকা হারে সর্বোচ্চ ৮ ঘণ্টা নাইট শিফট ডিউটি ভাতা, ২০ শতাংশ হারে নববর্ষ ভাতা এবং বার্ষিক ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাবেন। এর বাইরে প্রতি মাসে ২০০ টাকা যাতায়াত ভাতা, ১০০ টাকা ধোলাই ভাতা, ২০০ টাকা টিফিন ভাতা, মূল মজুরির ১০ শতাংশ তবে সর্বোচ্চ ৪০০ টাকা রোটেটিং শিফট ডিউটি ভাতা এবং ৪০০ টাকা করে ঝুঁকি ভাতা পাবেন রাষ্ট্রায়ত্ত কারখানার শ্রমিকরা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন মজুরি কাঠামোয় শ্রমিকদের জন্য আগের মতোই গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা রাখা হয়েছে। এক সন্তানের জন্য ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য মাসে এক হাজার টাকা শিক্ষা সহায়তা ভাতা পাবেন তারা। নারী শ্রমিকরা পাবেন ছয় মাস মাতৃত্বকালীন ছুটি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৫ সালে সরকারি চাকুরেদের বেতন বাড়ানোর পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি বাড়াতে সাবেক সচিব নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫’ গঠন করা হয়। কমিশন গত বছরের ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়। যাতে রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম ৮ হাজার ৩০০ টাকা ও সর্বোচ্চ ১১ হাজার ৬০০ টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করেছিল। এদিকে মন্ত্রিসভা বাসস আইন ২০১৮-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বাসস মূলত ১৯৭৯ সালের একটি অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। উচ্চ আদালতের নির্দেশনা সব অধ্যাদেশকে আইনে রূপান্তর করছে সরকার। এরই অংশ হিসেবে বাসস আইনটি করা হয়েছে। তিনি বলেন, আইনে বড় ধরনের কোনো পরিবর্তন নেই। তবে প্রস্তাবিত আইনে বাসস-এর প্রধান সম্পাদকের পদ বাদ দেওয়া হয়েছে এবং বাসস পরিচালনায় ১১ সদস্যের যে বোর্ড রয়েছে সেখানে দুজন সদস্য নতুন করে সংযুক্তির কথা বলা হয়েছে। এই দুই সদস্য নেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর