মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা
তিন সিটি নির্বাচন

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সহযোগিতা করতে কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি মাঠ প্রশাসনে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি ৩ অনুসারে ইসিকে সহযোগিতা করা সব নির্বাহী কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবার কর্তব্য।

চিঠিতে আরও বলা হয়, ৩০ জুলাই তিন সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন হবে। এ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রাখা সংশ্লিষ্ট সবার কর্তব্য। এ ছাড়া তিন সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সব সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা অতীতের মতো এ নির্বাচনেও  ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে সরকার আশা করে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের বিধানসংবলিত ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ অনুসারে দায়িত্বপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা-কর্মচারী নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত তার নিজ চাকরির অতিরিক্ত হিসেবে নির্বাচন কমিশনের অধীনে প্রেষণে চাকরিরত বলে গণ্য হবেন। প্রেষণে চাকরিরত অবস্থায় তিনি নির্বাচন-সংক্রান্ত দায়িত্ব পালনে নির্বাচন কমিশন ও ক্ষেত্রমতে রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণে থাকবেন এবং তাদের যাবতীয় আইনানুগ আদেশ বা নির্দেশ পালনে বাধ্য থাকবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর