মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা
রেমিট্যান্স রেকর্ডে মালয়েশিয়া

গত ৫ মাসে এসেছে ৮১৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়া থেকে রেমিট্যান্স প্রেরণে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম ৫ মাসে মালয়েশিয়া থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছে ২৬৮ কোটি ১ লাখ ৯১ হাজার ৫৫১ রিংগিত। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৮১৩ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৫১১ টাকা। চলতি বছরের শুরু থেকে গত ১৮ জুন পর্যন্ত এ পরিমাণ রিংগিত মালয়েশিয়া থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার এনবিএল ও অগ্রণী রেমিট্যান্সের সংশ্লিষ্টরা। অবশ্য প্রবাসীরা বলছেন, অবৈধ পথে এর দ্বিগুণ টাকা পাঠানো হয়েছে। মালয়েশিয়ায় বিভিন্ন দেশের মোট ২২ লাখ বৈধ প্রবাসী কাজ করছেন। এ ছাড়া আরও প্রায় ২০ লাখ অবৈধ প্রবাসী কাজ করছেন মালয়েশিয়ায়। মালয়েশিয়ার এনবিএল রেমিট্যান্স হাউসের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ আক্তার উদ্দিন আহমেদ জানান, চলতি বছরের ১৮ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত এনবিএলের ৯টি শাখার মাধ্যমে ২৪৪ কোটি ৭৯ লাখ ১২৫ রিংগিত যা বাংলাদেশি মুদ্রায় ৫২১ কোটি ৩৫ লাখ ২ হাজার ৮৩৬ টাকার রেমিট্যান্স প্রবাসীরা পাঠিয়েছেন। আক্তার উদ্দিন বলেন, রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে এনবিএলের পক্ষ থেকে আমরা সচেতনতামূলক সভা-সেমিনার করে যাচ্ছি। আর এ সচেতনতা বাড়াতে আমাদের হাই কমিশনার শহীদুল ইসলাম বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ীই আমরা কাজ করে যাচ্ছি। প্রবাসীদের বলা হচ্ছে, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো নিরাপদ এবং এনবিএলের ৯টি শাখার পাশাপাশি এজেন্ট নিয়োগের প্রক্রিয়া চলছে যাতে এনবিএলের সেবার মান আরও বাড়বে বলে তিনি মনে করেন। অগ্রণী রেমিট্যান্স হাউসের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ডাইরেক্টর মো. লুত্ফুর রহমান বলেন, চলতি বছরের ১৮ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত অগ্রণী রেমিট্যান্সের ৬টি শাখার মাধ্যমে ২৩৭ কোটি ৯৫ লাখ ৩ হাজার ৯৪৬ রিংগিত যা বাংলাদেশি মুদ্রায় ২৯৫  কোটি ৩৪ লাখ ১ হাজার ৬৭৫ টাকার রেমিট্যান্স প্রবাসীরা দেশে পাঠিয়েছেন। তিনি জানান, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সচেতনতামূলক বিভিন্ন আলোচনা চলছে। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসে হাই কমিশনার মুহা. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। কীভাবে বৈধ পথে দেশে রেমিট্যান্স বাড়ানো যায় হাইকমিশনার দিকনির্দেশনা দিয়েছেন। তার আলোকে আমরা কাজ করে যাচ্ছি। হাই কমিশনার ও অগ্রণী রেমিট্যান্স হাউসের ডাইরেক্টর দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম সব সময় রেমিট্যান্স প্রবৃদ্ধিও খোঁজ-খবর রাখছেন। মালয়েশিয়া থেকে রেমিট্যান্স আরও বৃদ্ধি পাবে বলে আশা করেন তিনি। এদিকে গত ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে মালয়েশিয়া থেকে বাংলাদেশি প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১৭ বিলিয়ন রিংগিত। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩৫ হাজার কোটি টাকা। ২০১৬ সালে মালয়েশিয়ার পার্লামেন্টে এমপিদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের শ্রমিকরা মোট ১১৯ বিলিয়ন রিংগিত পাঁচ বছরে মালয়েশিয়া থেকে তাদের দেশে পাঠিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২১ দশমিক ২ বিলিয়ন রিংগিত পাঠায় মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ান প্রবাসীরা। ১৭ বিলিয়ন রিংগিত পাঠিয়ে বাংলাদেশিরা দ্বিতীয় স্থানে আছে। এ ছাড়া নেপালিরা ১৩ দশমিক ২ বিলিয়ন, ভারতীয়রা ৬ বিলিয়ন এবং ফিলিপাইন ৩ বিলিয়ন রিংগিত পাঠিয়েছে। এর বাইরে কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমারসহ অন্য দেশের প্রবাসীরা তাদের  দেশে রিংগিত পাঠিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর