শনিবার, ১৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

প্রবেশে বাধা নেই, নিরাপত্তা প্রভোস্ট কমিটি দেখছে

—উপাচার্য মো. আখতারুজ্জামান

প্রবেশে বাধা নেই, নিরাপত্তা প্রভোস্ট কমিটি দেখছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রবেশ আর কর্মসূচি দুটি ভিন্ন জিনিস। এতে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। ঢাবিতে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই।

আর শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি দেখছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাবি উপাচার্য এসব কথা বলেন। তিনি বলেন, ঢাবি শুধু একটি শিক্ষায়তনই নয়, এটি দেশের স্বাধীনতা আন্দোলনের সূতিকাগারও। আমরা চাই এখানে শিক্ষা, জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি মুক্তবুদ্ধি, শুভবুদ্ধি, সংস্কৃতির চর্চা অব্যাহত থাকুক। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা-সমাবেশসহ যে কোনো ধরনের কর্মসূচি পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগেই অনুমতি নিতে হয়। এটি নতুন কিছু নয়। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এর জবাবে ঢাবি উপাচার্য বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির। বিষয়টি তারা দেখছেন। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে আগের মতোই নিরাপত্তা প্রহরীরা দায়িত্ব পালন করছেন। ড. আখরুজ্জামান বলেন, নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্তৃপক্ষ মাঝেমধ্যে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন। বর্তমান পদক্ষেপ তারই অংশ মাত্র। এ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। যার কারণে আমরা গণমাধ্যমে গত দুই দিন দুটি লিখিত সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছি। প্রভোস্ট কমিটির সিদ্ধান্ত, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাসহ সব বিষয় তুলে ধরা হয়েছে, যেন কেউ আর ভুল না বোঝেন। একই সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও যেন ক্ষুণ্ন না হয়।

সর্বশেষ খবর