শনিবার, ১৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা
বিএফইউজে নির্বাচন-২০১৮

শাবান মাহমুদ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

শাবান মাহমুদ মহাসচিব

বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ বিএফইউজের (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) মহাসচিব নির্বাচিত হয়েছেন। গতকাল অনুষ্ঠিত  নির্বাচনে তিনি পেয়েছেন ১ হাজার ৯৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া কাজল পেয়েছেন ৭০০ ভোট। তবে সভাপতি পদের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে কমিটির সদস্য রফিকুল ইসলাম রতন রাত সাড়ে ৯টায় এ ফলাফল ঘোষণা করেন।

অন্য পদে নির্বাচিতরা হলেন— কোষাধ্যক্ষ নাগরিক টিভির দীপ আজাদ; সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা (ঢাকা), রিয়াজ হায়দার চৌধুরী (চট্টগ্রাম), মামুন-অর-রশিদ (রাজশাহী) ও মনতোষ বসু (খুলনা); যুগ্মমহাসচিব আবদুল মজিদ (ঢাকা), কাজী মহসিন (চট্টগ্রাম) ও জি এম সজল (রাজশাহী); দফতর সম্পাদক বাসসের বরুণ ভৌমিক নয়ন; নির্বাহী সদস্য ঢাকা- শেখ মামুনুর রশীদ, নূরে জান্নাত আখতার সীমা, সেবীকা রানী ও খায়রুজ্জামান কামাল; চট্টগ্রাম- রুবেল খান ও আজহার মাহমুদ; রাজশাহী- আনু মোস্তফা ও জাবীদ অপু এবং খুলনা- সাঈয়েদুজ্জামান সম্রাট ও এস এম ফরিদ রানা। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। ঢাকায় ৩ হাজার ২৪৯ ভোটারের মধ্যে ১ হাজার ৯১৮ জন ভোট দেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুষ্টিয়া ও বগুড়ার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর