মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রাজধানীর যানজট নিয়ন্ত্রণের দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ব্যবসায়িক কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনার জন্য, বিশেষ করে রাজধানীর যানজট পরিস্থিতি উন্নয়নের ওপর জোর দেন। নগরীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট স্থাপনের ফলে ব্যবসায়িক কর্মকাণ্ড যেন বিঘ্নিত না হয়, তাতেও বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা।

গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব প্লানিংয়ের সভায় অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন এফবিসিসিআই সহসভাপতি মুনতাকিম আশরাফ, পরিচালক শফিকুল ইসলাম ভরসা, হেলেনা জাহাঙ্গীর, আবু মোতালেব, ইউসুফ আশরাফ, হাফেজ হারুন অর রশিদ প্রমুখ। ওই সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি বাস্তবায়নে দেশের ব্যবসায়ী নেতারা নিজ নিজ খাত থেকে যথাযথ দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তারা শিল্প-বাণিজ্যের অবকাঠামো উন্নয়ন ও সংস্কারে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছেন। দেশের সমুদ্রবন্দর, নদী সংস্কার, রেলওয়ে খাতসহ নগর অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয়কে তারা আরও সুচিন্তিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সর্বশেষ খবর