মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা
কোটা সংস্কার আন্দোলন

হামলার প্রতিবাদে মানববন্ধন, ক্লাস পরীক্ষা বর্জন

প্রতিদিন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বঙ্গবন্ধু টাওয়ারের পাশে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে।

আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

গত রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীম উদ্দিন খানের ওপর হামলার প্রতিবাদে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে বিভাগের প্রভাষক মো. আলী সিদ্দিকী, মিস লামিয়া মোমেনসহ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা শিক্ষকের ওপর হামলার বিচার এবং হামলাকারীদেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা-মামলার বিচার চাইতে গিয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধন থেকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শনাক্ত করে শাস্তির দাবি জানানো হয়। এ দাবিতে তারা আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দেবেন বলে জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ। জাবি : সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রদের নিঃশর্ত মুক্তি, আন্দোলনের সময় হামলাকারীদের বিচার এবং অবিলম্বে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের দর্শন, ইতিহাস, প্রাণিবিদ্যা (৪৪তম ব্যাচ) ও পদার্থবিজ্ঞান (৪৬তম ব্যাচ) বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।  এ ছাড়া এ দিন আন্দোলনকারী শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা এবং ঢাবি প্রক্টরের দায়হীন বক্তব্যের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বেলা ১২টায় অনুষ্ঠিত এই মিছিলে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ’র ব্যানারে আয়োজিত মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদ প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। রাবি : ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিভাগের সব বর্ষের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সর্বশেষ খবর