বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এসবি কর্মকর্তা ইমরান হত্যায় রহমতের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক ইমরান খান মামুন খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার বন্ধু রহমত উল্লাহ। গতকাল সাত দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন মামলার বাদী। তবে এ ঘটনার নেপথ্য আদ্যোপান্ত জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয় তদন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে। কললিস্টের সূত্র ধরে রহমতকে গ্রেফতারের পর গত ১০ জুলাই রাতে গাজীপুরের কালীগঞ্জ থেকে ইমরানের পোড়া লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন ইমরানের বড় ভাই। রহমত ছাড়াও অন্য আসামিরা হলেন— স্বপন, দীদার, মিজান, আতিক, শেখ হৃদয়, সুরাইয়া আক্তার কেয়া, মেহেরুন নেছা আফরিন ও ফারিয়া বিনতে মীম। রিমান্ডে থাকাবস্থায় রহমতের তথ্যানুযায়ী দেশ ছাড়ার পূর্ব মুহূর্তে বেনাপোলে গোয়েন্দা জালে ধরা পড়েন খুনে জড়িত মডেল ও অভিনেত্রী মেহেরুন নেছা আফরিন। একে একে বাকি আসামিরাও গোয়েন্দা জালে আটকা পড়ে। সংশ্লিষ্টরা বলছেন, ইমরান মামুন আফরিনের বনানীর বাসায় যাওয়ার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ফাঁদ পেতে মডেল ও অভিনেত্রী আফরিনের সঙ্গে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়। এ সময় ইমরান মামুনের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। তাকে মারধর করা হয়। একপর্যায়ে মারা যান ইমরান। খুনিরা পেশাদার ব্ল্যাকমেইলার। শোবিজ মিডিয়ায় মাঝে মধ্যে অভিনয় করার সুবাদে রহমত উল্লাহর সঙ্গে পরিচয় ছিল ইমরান মামুনের। রহমত উল্লাহ পেশায় প্রকৌশলী হলেও শোবিজ মিডিয়ার সঙ্গে জড়িত। নিখোঁজের আগ মুহূর্তে রহমতই মামুনকে বনানীর ২/৩ সড়কে আফরিনের বাসায় নিয়ে যান। ওই ফ্ল্যাটে আফরিনসহ স্বপন, মিজান, আতিক, শেখ হৃদয় ওরফে আপন ওরফে রবিউল, সুরাইয়া আক্তার কেয়া, ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা অপেক্ষা করছিলেন।

জানা যায়, কথিত মডেল ও অভিনেত্রীসহ ১০-১২ জনের এই সংঘবদ্ধ চক্রটি ফাঁদ পেতে বিভিন্ন লোকজনের কাছ থেকে অর্থ আদায় করতেন। নজরুল ইসলাম নামের এক ব্যক্তি এই চক্রের মূলহোতা। চলতি বছরের মে মাসে বনানীর ২/৩ সড়কের ৫ নম্বর ভবনের এ-২ ফ্ল্যাটটি ভাড়া নেন নজরুল। সেই ফ্ল্যাটটি বায়িং হাউস ও মায়ের আঁচল নামে একটি বৃদ্ধাশ্রমের প্রধান কার্যালয় ও শোবিজ মিডিয়ার কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো।

সর্বশেষ খবর