বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

দিনদুপুরে সড়কে লাশ ফেলে গেল দুর্বৃত্তরা

প্রতিদিন ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মাইক্রোবাস থেকে অজ্ঞাত ব্যক্তিরা সোনালী ব্যাংকের এক কর্মচারীর লাশ ফেলে গেছে। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। খবর বিডিনিউজের। নিহত আবদুল মান্নান (৫১) সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। তিনি কুমিল্লার বড়ুরা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

তার দুই চোখ সাদা টেপ দিয়ে ঢাকা এবং কালো চশমা পরানো ছিল; দুই হাতও বাঁধা ছিল।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে ঢাকামুখী কালো রঙের একটি মাইক্রোবাস থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক স্যামস ফিলিং স্টেশনের পাশে এক ব্যক্তির লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। ওই ব্যক্তির সঙ্গে একটি কালো রঙের ব্যাগও ছিল। চোখ দুটি সাদা রঙের টেপ দিয়ে মোড়া এবং কালো সানগ্লাস পরানো ছিল। বুকে আঘাতের চিহ্ন রয়েছে। এসআই রফিকুল বলেন, ধারণা করা হচ্ছে আবদুল মান্নান মাইক্রোবাসে উঠলে দুর্বৃত্তরা তার কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নিয়ে বুকে আঘাত করে এবং পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশটি ফেলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, এক ব্যক্তিকে হত্যা করে তার লাশ মাইক্রোবাস থেকে ফেলে গেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে অথবা মলম পার্টি বা অজ্ঞান পার্টি তাকে হত্যা করতে পারে। সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার বজলুর রহমান বলেন, সকালে আবদুল মান্নান অফিসে এসে কাজ করেছেন। সকাল ১০টায় তিনি অফিস থেকে বের হয়ে যান।

সর্বশেষ খবর