বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

স্ত্রীকে উত্ত্যক্তে বাধা দেওয়ায় স্বামীকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্ত্রীকে উত্ত্যক্তে বাধা দেওয়ায় ঘরে ঢুকে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাহাব উদ্দিন (৪৫) চরআমান উল্লাহ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ২৭ দ্রোন গ্রামের নূর মোহাম্মদ লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন। বছরের ছয় মাস বিভিন্ন জেলায় ইটভাটায় কাজ করতেন। নিহতের স্ত্রী আলেয়া বেগম (৩২) অভিযোগ করেন, স্বামীর অনুপস্থিতিতে একই গ্রামের নূর আলমের ছেলে সাদ্দাম হোসেন তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। এ নিয়ে তার স্বামী সাহাব উদ্দিন চরজব্বার থানায় অভিযোগ করলে কিছু দিন আগে পুলিশ সাদ্দামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত সাদ্দামকে জেলহাজতে প্রেরণ করে। এরপর জেল থেকে বেরিয়ে সাহাব উদ্দিন ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল সাদ্দাম। মঙ্গলবার গভীর রাতে সাদ্দাম ও তার তিন সহযোগী আলেয়াকে ঘরের মধ্যে বেঁধে রেখে সাহাব উদ্দিনকে গলা কেটে হত্যা করে। চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, একই বাড়ির সাহাব উদ্দিনের চাচাতো ভাই সাদ্দাম (৩০) নিহতের স্ত্রী আলেয়া বেগমকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এ বিষয়ে ভিকটিমের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি থানায় অভিযোগ করেছিলেন। ওই ঘটনার সঙ্গে হত্যার কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাদ্দাম ও তার সহযোগীরা পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর