বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা
বিশ্বসাহিত্য কেন্দ্রে শুভেচ্ছা ও কথামালা

৮০-তে অধ্যাপক সায়ীদ

সাংস্কৃতিক প্রতিবেদক

৮০-তে অধ্যাপক সায়ীদ

‘আলোকিত মানুষ চাই’ আন্দোলনের অগ্রযাত্রী হিসেবে ৪০ বছর ধরে লড়াই করে যাচ্ছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তার ব্যক্তিত্বের প্রায় সবগুলো দিক সমন্বিত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক সত্তায়। গতকাল ছিল গুণী এই মানুষটির ৮০তম জন্মদিন। এ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও কথামালার আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র। গতকাল সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এই আয়োজনে সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এই আলোকিত মানুষ। ফুলেল শুভেচ্ছার পাশাপাশি কেক কেটে শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন সুধীজনরা।

জন্মদিনের এই আয়োজনে উপস্থিত থেকে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে শুভেচ্ছা জানান কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, টিভি উপস্থাপক আব্দুন নূর তুষার, আকতারী মমতাজ, জাদুশিল্পী জুয়েল আইচসহ শিল্প ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর