বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সুদ হার সিঙ্গেল ডিজিটে না নামায় ক্ষোভ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

ভল্টের সোনা হেরফের হয়নি বলে সংসদীয় কমিটিকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এদিকে অনেক ব্যাংক ঋণের ওপর আরোপিত সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে না আনায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার এবং ব্যাংকের ক্রেডিট কার্ডে উচ্চ সুদহার ও গোপন চার্জের মাধ্যমে গ্রাহক ভোগান্তি কমানোর সুপারিশ করে কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি ড. মো. আবদুর রাজ্জাক। কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. আবদুল ওয়াদুদ, ফরহাদ হোসেন ও শওকত চৌধুরী বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে কমিটি সভাপতি ড. আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভল্টের সোনা হেরফের হয়নি। সব ঠিক আছে। যেটা হয়েছে সেটা হিসাবের গরমিল। মিডিয়াতে অতিরঞ্জিত করে খবর ছাপানো হয়েছে বলেও দাবি করেন গভর্নর। সভাপতি বলেন, এ বিষয়ে সাবধান হওয়া উচিত। এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে। কমিটি সূত্র জানায়, বীমা কোম্পানির বিরুদ্ধে বীমাদাবি নিষ্পত্তি না করার অভিযোগ বিষয়ে কমিটির পক্ষ থেকে জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে প্রায় ৪০০ অভিযোগ পাওয়া গেছে বলে বৈঠকে জানানো হয়। এসব অভিযোগ নিয়ে কমিটি গণশুনানির আয়োজন করবে বলেও জানায় কমিটি। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর