শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
শিক্ষার্থীরাই বদলাবে বাংলাদেশ

আন্দোলন ’৬৯-এর সীমা ছাড়িয়েছে

—— মুজাহিদুল ইসলাম সেলিম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আন্দোলন ’৬৯-এর সীমা ছাড়িয়েছে

নিরাপদ সড়কের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলন ’৬৯-এর গণ অভ্যুত্থানের সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম। গতকাল বিকালে রাজধানী শাহবাগে নিরাপদ সড়কের দাবিতে এক সংহতি সমাবেশে তিনি বলেন, ’৬৯-এর গণঅভ্যুত্থানে স্বৈরশাসক আয়ুব খানের কাছ থেকে আমরা দেশকে মুক্ত করেছিলাম। সেই সময়েও স্কুল-কলেজ থেকে ছেলেমেয়েরা একত্রিত হয়ে বটতলায় একত্রিত হতো। আমি ’৬৯-এ যা দেখিনি, এবার সেই সীমা অতিক্রম করেছে। ছাত্র সমাজের অংশ গ্রহণের মাধ্যমে একটা সর্বশ্রেষ্ঠ ইতিহাস এরই মধ্যে রচিত রয়েছে। কিশোর বিদ্রোহ হিসেবে এটাকে আখ্যায়িত করা যায়। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ছাত্ররা হাফ ভাড়ার জন্য আন্দোলনে নামেনি। ছাত্রদের আন্দোলনের মর্মকথা হচ্ছে যা চলছে সেটা আমরা চলতে দিতে রাজি নই। এটাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের আওয়াজে তারা ঐক্যবদ্ধ হয়েছে। তারা বলেছে পরিবর্তন প্রয়োজন, পরিবর্তন সম্ভব। কীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয় দাঁড়িয়ে হাতে কলমে তারা নিদর্শন দেখিয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ এ সংহতি সমাবেশের আয়োজন করে। ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক দীপক শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জওহর লাল রায়ের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মিশুক মুনীরের ভাই সাংবাদিক আসিফ মুনীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রেহনুমা আহমেদ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ, উদীচীর সহ সম্পাদক অমিত দে প্রমুখ।

সর্বশেষ খবর