শিরোনাম
শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দাদি-নাতনির গলা কাটা লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার পশ্চিম মূলঘর গ্রামে দাদি ও নাতনিকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল দুপুরে পুলিশ ওই দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে কারা কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ জানাতে পারেনি। আলোচিত এ জোড়া খুন নিয়ে এলাকায়  আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা, নিহতদের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, পশ্চিম মূলঘর গ্রামের শাজাহান মিয়ার স্ত্রী সাহিদা বেগম (৪৫) ছেলে সহিদুল মিয়ার মেয়ে লামিয়া (৫)-কে নিয়ে গত কয়েকদিন ধরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাতের কোনো একসময় ওই বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে এবং দাদি সাহিদা এবং নাতনি লামিয়াকে জবাই করে হত্যার পর পালিয়ে যায়। গতকাল বেলা সাড়ে ১১টা পর্যন্ত দাদি ও নাতনিতে ঘরের বাইরে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ওই ঘরে কাছে গিয়ে রক্ত পড়ে থাকতে দেখে এবং ভিতরে প্রবেশ করে দুজনের রক্তাক্ত লাশ চৌকির ওপর দেখতে পান। পরে রাজবাড়ী থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্ত করে ঘাতকদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন। কী কারণে দাদি-নাতনিকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ খবর