সোমবার, ৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চালু করতে হবে ক্র্যাশ প্রোগ্রাম

—মোবাশ্বের হোসেন

চালু করতে হবে ক্র্যাশ প্রোগ্রাম

নগর বিশ্লেষক ও স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ফিটনেসবিহীন গাড়ির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসবের প্রতিবাদে গণজোয়ার তৈরি হয়েছে। তাই আর কালক্ষেপণ না করে ফিটনেসবিহীন গাড়ির ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ক্র্যাশ প্রোগ্রাম চালু করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

এই নগর বিশ্লেষক আরও বলেন, ফিটনেসবিহীন অসংখ্য গাড়ি ভুয়া সনদ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে রাজপথ। আবার গাড়ির নেই প্রয়োজনীয় কাগজপত্র। এই দুটোই বেআইনি। তাই তদারককারী সংস্থাকে জরুরি ভিত্তিতে এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

থেমে গেলে এভাবেই চলতে থাকবে অরাজকতা। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এটাই উপযুক্ত সময়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর