শিরোনাম
বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

খালেদার জবানবন্দির বই প্রকাশ, আটক ২

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া জবানবন্দি আইন না মেনে বই আকারে প্রকাশ করায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন আবদুর রহমান নূর রাজন ওরফে রাজন বেপারী (৩২) ও মেহেদী আরজান ইভান (৩৭)। এ ঘটনায় আরও চারজন পলাতক রয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। এরা হলেন ওয়াসিম ইফতেখারুল হক, শিপন মোল্লা, বৈরাম খাঁ ওরফে রেজওয়ানুল হক শোভন, আবদুর রব চৌধুরী। র‌্যাব বলছে, ‘রাজবন্দীর জবানবন্দি’ নামের ওই বইয়ে আদালত বা কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে খালেদা জিয়ার জবানবন্দি, মামলার এজাহার, অভিযোগপত্রসহ বিভিন্ন অসত্য তথ্য সংযোজন করা হয়েছিল। এ অপরাধে ৪ হাজার ৮৫টি বইসহ আবদুর রহমান নূর রাজন ও মেহেদী আরজান ইভানকে গ্রেফতার করে র‌্যাব-১০। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০-এর অধিনায়ক কাইয়ুমুজ্জামান খান। তিনি বলেন, গ্রেফতার ও পলাতক আসামিদের মূল উদ্দেশ্য ছিল বিচারাধীন বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্যসংবলিত বই প্রকাশ করে আদালতকে বিব্রত করা এবং আদালত সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো। তিনি বলেন, একটি মহল এমন গুরুত্বপূর্ণ মামলার তথ্য গোপন করে আদালত বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মিথ্যা, বিকৃত ও অসত্য তথ্যসংবলিত একটি বই সিলেটের ছাপাখানায় প্রকাশ করে ঢাকায় বাজারজাত করতে চেয়েছিল। আদালত সম্পর্কে জনমনে বিভ্রান্তি ও অরাজক পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছিল তারা। তিনি দাবি করেন, মিরপুর ১০ নম্বর থেকে ৫ কার্টন বইসহ রাজনকে গ্রেফতার করা হয়। তার সহযোগী হিসেবে ইভান, ওয়াসিম ইফতেখারুল হক, শিপন মোল্লা, বৈরাম খাঁ ও আবদুর রব চৌধুরী কাজ করছিলেন। র‌্যাব জানায়, রাজন ও ইভান মূলত একজন অনলাইন অ্যাকটিভিস্ট ও সাইবার অ্যানালিস্ট। তাদের কাছ থেকে জব্দ মোবাইল ও ল্যাপটপ থেকে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বিষয়ে ফেসবুক উসকানির বিভিন্ন পোস্ট পাওয়া গেছে। এর পেছনে কোনো রাজনৈতিক নেতা কিংবা আরও কেউ জড়িত আছে কিনা, বিষয়টি যাচাই-বাছাই চলছে।

সর্বশেষ খবর