শিরোনাম
বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ফের ডিবি কার্যালয়ে শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক

হাই কোর্টের আদেশে রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে গতকাল সকালে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান, তার হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। পরে তাকে ফের গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এ বিষয়ে জানান, হাসপাতালে আসার পর তাকে কেবিনে নেওয়া হয় এবং তাত্ক্ষণিক চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর তার কয়েকটি মেডিকেল টেস্ট করানো হয়। সব টেস্টের রিপোর্ট হাতে এসেছে। মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যবেক্ষণ করে জানিয়েছে, তিনি ভর্তিযোগ্য নন। বোর্ড তাকে ডিসচার্জ করে দেন। পরে দুপুর সোয়া ২টায় আলোকচিত্রী শহিদুল আলমকে ফের ডিবির কার্যালয়ে নেওয়া হয়।

 

সর্বশেষ খবর