বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

গোলাম সারওয়ারের দাফন কাল

নিজস্ব প্রতিবেদক

গোলাম সারওয়ারের দাফন কাল

স্বনামখ্যাত সাংবাদিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের দাফন আগামীকাল বাদ আসর রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সম্পন্ন হবে। এর আগে কাল বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে সেখান থেকে লাশ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে বাদ জোহর হবে সর্বশেষ নামাজে জানাজা। এরপর লাশ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হবে। এই বরেণ্য সাংবাদিকের লাশ গত রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছে। সম্পাদক গোলাম সারওয়ার (৭৫) সোমবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তার লাশ বিমানবন্দর থেকে সরাসরি উত্তরার বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে বারডেম হাসপাতালের হিমঘরে নিয়ে রাখা হবে। আজ এলাকাবাসীর শ্রদ্ধা জানানোর জন্য গোলাম সারওয়ারের লাশ জন্মস্থান বরিশালের বানারীপাড়ায় নেওয়া হবে। সেখানে জানাজা শেষে লাশ ঢাকায় নিয়ে আসা হবে। সমকালের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল ৯টায় গোলাম সারওয়ারের লাশ নিয়ে আসা হবে তার কর্মস্থল সমকাল কার্যালয়ে। এখানে পাশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এই গণমাধ্যম ব্যক্তিত্বের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। সেখান থেকে লাশ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে সংবাদকর্মীরা তাদের শ্রদ্ধাভাজন সহকর্মীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আধুনিক সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ গোলাম সারওয়ার।

সর্বশেষ খবর