বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পশু আসতে শুরু করেছে রাজধানীর হাটগুলোতে

নিজস্ব প্রতিবেদক

পশু আসতে শুরু করেছে রাজধানীর হাটগুলোতে

রাজধানীর দুই সিটির ২২টি অস্থায়ী কোরবানির হাটে পশু আসা শুরু হয়েছে। এসব পশুর মধ্যে রয়েছে গরু, মহিষ, ছাগল, ভেড়া ও উট। দেশি গরুর মধ্যে মুন্সিগঞ্জের মীর কাদিমের গরুও আছে। বিক্রেতারা  আশা করছেন, আগামীকাল থেকে বিক্রি   জমে উঠবে।

দায়িত্বশীল সূত্র জানায়, ২২ হাটের মধ্যে দক্ষিণ সিটিতে রয়েছে ১৩টি হাট। আর উত্তরে রয়েছে ৯টি হাট। ঈদের ছয় দিন বাকি থাকলেও এরই মধ্যে ইজারাদাররা হাট এলাকায় বাঁশ খুঁটি ও তাঁবুর ছাউনি তৈরি করে সবকিছু সাজিয়ে ফেলেছেন। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার হাটগুলোতে পশু কেনাবেচার জন্য রাজধানী ও এর আশপাশের এলাকার খামারিরা দেশের বিভিন্ন এলাকা থেকে গরু আনতে শুরু করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার পাইকারদের সঙ্গে  যোগাযোগও শুরু করেছেন ইজারাদার। গতকাল ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়াম এলাকায় সরেজমিনে দেখা গেছে, পশুর হাট প্রস্তুত। প্রধান দুই প্রবেশ গেটে দুটি বড় তোরণ নির্মাণ করা হয়েছে। শ্রমিকরা সারি সারি করে বাঁশের খুঁটি ও তাঁবু স্থাপনের কাজ শেষ করেছেন। জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আবদুল মালেক বলেন, চূড়ান্ত হওয়া হাটগুলোতে ঈদের দিনসহ চার দিনের জন্য হাট বসানোর অনুমোদন দেওয়া হয়। দক্ষিণের ইজারা হওয়া সাতটি হাট হলো- মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা, উত্তর শাজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের  মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন খালি জায়গা, জিগাতলার হাজারীবাগ মাঠ সংলগ্ন খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ সংলগ্ন খালি জায়গা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, শ্যামপুর সংলগ্ন খালি জায়গা। ঢাকা উত্তর সিটি করপোরেশন হজ যাত্রীদের সুবিধার্থে হাজীক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটি হাউজিং হাটটি বাতিল করা হয়েছে। এখানে কোরবানির হাটগুলোর মধ্যে রয়েছে উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজের পশ্চিমে  গোলচত্বর পর্যন্ত সড়কের উভয় পাশের ফাঁকা জায়গা, মিরপুর ডিওএইচএস-এর উত্তর পাশের সেতু  প্রোপার্টিসংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন-১২ (ইস্টার্ন হাউজিং)-এর খালি জায়গা, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন (বছিলা) পুলিশ লাইনের খালি জায়গা, আশিয়ান সিটি হাউজিং, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, ভাটারা (সাঈদনগর) হাট, তেজগাঁও শিল্প এলাকার পলিটেকনিক্যাল কলেজ মাঠ এবং উত্তরখান হাট।

সর্বশেষ খবর