সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

খাগড়াছড়িতে নিহত সাত জনের শেষকৃত্য সম্পন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে নিহত সাত জনের শেষকৃত্য সম্পন্ন

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত সাত লাশের শেষকৃত্য গতকাল সম্পন্ন হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ আধাবেলা অবরোধ ডেকেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি তিনটি সংগঠন। নিহতদের শেষকৃত্যের অংশ হিসেবে গতকাল বিকালে উত্তর খবং পুড়িয়া শ্মশানে জিতায়ন চাকমা ও রূপম চাকমাকে দাহ করা হয়। এরপর বিকাল আড়াইটার দিকে পুলিশ পাহারায় ইউপিডিএফের অঙ্গসংগঠনের নিহত তিন নেতা-কর্মী পলাশ চাকমা, তপন চাকমা ও এলটন চাকমাকে দক্ষিণ খবং পুড়িয়া শ্মশানে দাহ করা হয়। এ ছাড়া ধীরাজ চাকমাকে পানছড়ির উগলছড়ি গ্রামের শ্মশানে এবং সন কুমার চাকমাকে শিব মন্দির গ্রামের শ্মশানে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে দাহ করা হয়। এদিকে সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে আজ খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করবে ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন। হত্যাকাণ্ডের পর গতকাল খাগড়াছড়ি-পানছড়ি যান চলাচল করলেও স্বনির্ভর এলাকার সব ধরনের দোকানপাট বন্ধ ছিল। তবে সদর সার্কেলের এএসপি আফতাব আহমেদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক ও শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। খাগড়ছড়ির জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া  হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। এডিএম মোহাম্মদ আবু ইউসুফ আলীর নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি মাঠে তদন্ত কাজও শুরু করেছে।

সর্বশেষ খবর