সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মানিকগঞ্জে জমজমাট নৌকাবাইচ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে জমজমাট নৌকাবাইচ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কান্তাবতী নদীতে প্রতি বছরের মতো এবারও জমেছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। গত শনিবার বিকালে স্থানীয় কলতাবাজার বণিক সমিতির আয়োজনে এ নৌকা বাইচে জেলার বিভিন্ন অঞ্চল থেকে ৮টি নৌকা অংশ নেয়। বাইচ দেখতে আশপাশের গ্রামের নানা বয়সী বহু দর্শক নদীর দুই পাড়ে ভিড় করেন। এছাড়া  ছোট ছোট নৌকায় করে বাইচ উপভোগ করেন হাজারো দর্শক। নদীর তীর জুড়ে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। এ উপলক্ষে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। বাইচে প্রথম হয় ঘিওর উপজেলার দিআইল গ্রামের ঈমান বিশ্বাসের দাদা-নাতী নামের নৌকা। বাইচ শেষে  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়। এ সময় স্থানীয় নালী ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস মধু ও আয়োজক কমিটির সভাপতি ভবেশ চন্দ্র মণ্ডল উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর