সোমবার, ২৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিকদের ওপর হামলাকারীরা সাজা পাবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ব্যাপারে আমি যে উদ্যোগ নিয়েছি, সেই ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হয়নি। আজকে অফিস খুলল। ঈদের বন্ধের ভিতর আমি আমার তদবির অব্যাহত রেখেছি। আশা করি হামলাকারীরা আইনের আওতায় আসবে ও সাজা পাবে।’ ঈদুল আজহার সরকারি ছুটির পর গতকাল প্রথম কর্মদিবসে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তথ্যমন্ত্রী এ কথা বলেন। গত ৫ আগস্ট ধানমন্ডিতে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা করে হেলমেট পরা একদল যুবক। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ধানমন্ডি ১ নম্বর ও ২ নম্বর সড়কে বেশ কয়েকজন আলোকচিত্র সাংবাদিক আহত হন। এ অপতৎপরতার সময় পুলিশ সামনে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি। এ ঘটনার দুই দিন পর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তথ্যমন্ত্রী সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা সেই চিঠির অগ্রগতির বিষয়েই জানতে চান সাংবাদিকরা। এ সময় শান্তিপূর্ণভাবে এবার ঈদ পালনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতের মতো ঈদের জামাত নিয়ে জঙ্গি সন্ত্রাসের যে আশঙ্কা-হুমকি থাকে, তা থেকে শেখ হাসিনা সরকার নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। এবার হুমকির কোনো খবর আসেনি। মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের জামাতে অংশ নিতে পেরেছেন। তবে ঈদের সময় বিএনপি নেতারা একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা, আগামী নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি নিয়ে কিছুটা হৈচৈ করেছেন বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

সর্বশেষ খবর