মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

শাহজালালে অর্ধকোটি টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫৮ লাখ ১০ হাজার টাকার সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে ওমানের মাস্কট থেকে আসা একই পরিবারের ৫ সদস্যের কাছ থেকে সোনাগুলো জব্দ করা হয়। জব্দ এসব সোনার ওজন ১ কেজি ১৬২ গ্রাম।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আগে থেকেই গোপন সংবাদ ছিল, বিএস ৩২২ বিমানে সোনা চোরাচালান হবে। এর পরিপ্র্রেক্ষিতে গোয়েন্দারা বিমানে তল্লাশি চালায়। এ সময় সেখানে সোনা না পাওয়ায় দ্রুত তারা যাত্রী বেল্ট ও গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। পরে কোনো প্রকার ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বের হওয়ার সময় ওই যাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা সোনাগুলো জব্দ করা হয়। জব্দ সোনাগুলোর মধ্যে দুটি দশ তোলা স্বর্ণবার, বার দিয়ে মোটা করে চেইন বানানো ৫টি কাঁচা সোনা, বার দিয়ে বানানো ৬টি কাঁচা স্বর্ণদণ্ড রয়েছে। জব্দকৃত সোনা ও যাত্রীর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়। যাত্রীদের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।

সর্বশেষ খবর