শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জাদুঘরে মৃত্যুঞ্জয়ী মহানায়ক

সাংস্কৃতিক প্রতিবেদক

জাদুঘরে মৃত্যুঞ্জয়ী মহানায়ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরে চলছে মাসব্যাপী অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে গতকাল জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বঙ্গবন্ধু : মৃত্যুঞ্জয়ী মহানায়ক’ শীর্ষক মাসব্যাপী প্রদর্শনীর ক্যাটালগের মোড়ক উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ। জাদুঘরের মহাপরিচালক মো. আবদুল মান্নান ইলিয়াসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাদুঘরের সচিব মো. শওকত নবী। প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি সচিব মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, দেশের স্বাধীনতার জন্য যাঁর প্রতি বাঙালিরা চিরকৃতজ্ঞ তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধু, একটি জনগোষ্ঠীর আস্থাভাজন রাজনৈতিক মহীরুহ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, একটি জাতিকে তিনি স্বাধীনতার জন্য ধাপে ধাপে প্রস্তুত করেছিলেন। এগুলো শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসের অংশ। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বাংলা, বাঙালি, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এই শব্দগুলো একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। সুতরাং বাংলাদেশকে পরিপূর্ণভাবে জানতে হলে বঙ্গবন্ধুকে জানার বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তৃতায় মো. মশিউর রহমান বলেন, বাংলা, বাঙালির কৃষ্টি এবং ইতিহাস রক্ষায় সবার আগে যিনি আন্দোলনে নেমেছেন, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সভাপতির ভাষণে জাদুঘরের মহাপরিচালক মো. আবদুল মান্নান ইলিয়াস বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক। জাতিসংঘে তিনিই প্রথম ব্যক্তিত্ব, যিনি তাঁর স্বপ্ন, তাঁর জনগণের আকাঙ্ক্ষার কথা বাংলায় শোনালেন বিশ্বনেতাদের। এই মহান নেতার জীবনকে কোনো রং বা বর্ণমালায় একত্রীকরণ করা যায় না।

সর্বশেষ খবর