রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ফ্লাইটের পাইলট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর ফ্লাইটের সেই বিতর্কিত পাইলট ক্যাপ্টেন ফারহাত জামিলকে প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে যাওয়া ফ্লাইটের ককপিটে বসার পর তাকে নামিয়ে আনা হয়। বিমান বলছে, তাকে নিরাপত্তার কারণে অফলোড করা হয়েছে। তার পরিবর্তে ওই ফ্লাইট অপারেট করার দায়িত্ব দেওয়া হয়েছে পাইলট ক্যাপ্টেন গোলাম মোহাম্মদ খাজাকে। গতকাল সকালে তাকে প্রত্যাহার করায় ওই দিনের লন্ডন ফ্লাইট দেড় ঘণ্টা বিলম্বের শিকার হয়। জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, ‘অপারেশন শাখা আমাকে জানিয়েছে, চাকা লাগানোর জন্য লন্ডন ফ্লাইট দেড় ঘণ্টা দেরি হয়েছে।’ বিমান সূত্র জানিয়েছে, গত সপ্তাহে প্রধানমন্ত্রীকে বহনকারী লন্ডনগামী ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে          কেবিন ক্রু মাসুদা মুফতিকে হযরত শাহজালাল বিমানবন্দরে ব্রিফিং রুমে ডোপ টেস্টে মদ্যপ অবস্থায় শনাক্ত করার অভিযোগে অফলোড করা হয়। সেদিন এ ঘটনার পরবর্তী করণীয় পদক্ষেপ না নিয়ে পরিচালক ক্যাপ্টেন ফারহাত জামিল ওই একই ফ্লাইটের পাইলট ইন চিফ হিসেবে লন্ডন চলে যান। তিনি ওই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। একই ফ্লাইটে ডিউটি করতে লন্ডন যান ডিজিএম (কেবিন ক্রু) নুরুজ্জামান রঞ্জু। এ ঘটনা মিডিয়ায় ফাঁস হওয়ার পর তোলপাড় শুরু হয়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিমান মুফতিকে গ্রাউন্ডেড আর রঞ্জুকে ডিজিএমের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। কিন্তু এ ঘটনায় রহস্যজনক নীরব থাকা ও দায়িত্বহীনতার পরও ফারহাত জামিলের বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করে গোয়েন্দা সংস্থাগুলো। উপরন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডন থেকে ফিরিয়ে আনার জন্য গতকাল বিমানের একটি ফ্লাইটে আবারও দায়িত্ব দেওয়া হয়। সেভাবেই তাকে লন্ডন পাঠানোর প্রস্তুতি চলছিল। সকাল ১০টায় যথারীতি তিনি ককপিটে পৌঁছেও যান। তখন একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিমানকে জানানো হয়, তার সিকিউরিটি ক্লিয়ারেন্স নেই। তাকে দিয়ে এ ফ্লাইট অপারেট করা যাবে না। গোয়েন্দা সংস্থার আপত্তির মুখে ফারহাত জামিলকে ওই ফ্লাইট থেকে নামিয়ে এনে তার স্থলাভিষিক্ত করা হয় স্ট্যান্ডবাই থাকা পাইলট ক্যাপ্টেন খাজাকে। পরে দেড় ঘণ্টা বিলম্বে তিনি কো-পাইলট ক্যাপ্টেন হাসনাইনকে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর