সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সেবা খাতে দুর্নীতির উৎস বন্ধে কাজ করবে দুদক

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের সব সেবা খাতের দুর্নীতির উৎস বন্ধে কাজ করবে দুদক। তিনি গতকাল দুদকের প্রধান কার্যালয়ে নিরীক্ষা আপত্তি ও দুর্নীতির সংযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ওপর কমিশনের প্রথম গবেষণা কার্যক্রমের বিষয়ে এক সভায় দুদক চেয়ারম্যান গবেষকদের প্রতি বস্তুনিষ্ঠ গবেষণার আহ্বান জানান। সভায় গবেষক ড. মো. নুরুজ্জামান তার গবেষণার প্রাথমিক তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। উল্লেখ্য, এই প্রথম দুদক গবেষণা কার্যক্রম হাতে নিয়েছে। গবেষকরা চলতি বছরের মার্চ মাস থেকে গবেষণা কার্যক্রম শুরু করেন। সভায় আরও বক্তব্য রাখেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, ড. মো. মোজাম্মেল হক খান, মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ, মহাপরিচালক (মানিলন্ডারিং) মো. আতিকুর রহমান খান, গবেষক ড. মো. নুরুজ্জামান প্রমুখ। ইকবাল মাহমুদ আরও বলেন, সব সেবা সংস্থার কার্যক্রমের ওপর পরিচালিত প্রতিটি অডিট আপত্তিসহ সামগ্রিক অডিট কার্যক্রমে যে সব দুর্নীতি বা অনিয়মের উৎস উন্মোচিত হয় অথবা যে সব দুর্নীতির উৎস অজানা থেকে যায়, সেগুলো ফোকাস গ্রুপ ডিসকাশনসহ অন্যান্য রিসার্চ টুলস ও টেকনিক ব্যবহার করে সুনির্দিষ্টভাবে দুর্নীতির উৎস উন্মোচন করতে হবে। পরে প্রতিরোধ ও দমনে সুনির্দিষ্ট গবেষণালব্ধ সুপারিশ  প্রণয়ন করতে হবে। দুদক চেয়ারম্যান বলেন, কমিশন শুধু মামলা-মোকদ্দমার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে না। বরং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা, পদ্ধতিগত সংস্কার, জনগণের অন্তর্ভুক্তিমূলক অভিগমন এবং সর্বশেষ প্রতিষ্ঠানভিত্তিক গবেষণার মাধ্যমে দুর্নীতির উৎস চিহ্নিত করে তা প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করছে।

সর্বশেষ খবর