বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দেবিদ্বারের মাধাইয়া রাজামেহার সিদ্ধেশ্বরী সড়কের বেহাল দশা

কুমিল্লা প্রতিনিধি

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দেবিদ্বার উপজেলাধীন মাধাইয়া বাজার জাতীয় মহাসড়ক থেকে সিদ্ধেশ্বরী বাজার ভায়া রাজামেহার সড়কটির বেহাল দশা হয়েছে। পিচ, পাথর ও ইটের খোয়া উঠে খানাখন্দকে ভরে গেছে সড়কটি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় স্বল্প বৃষ্টিতেই পানি জমে থাকছে রাস্তায়। এ সড়কের পাশে সাইতলা বাজার, চুলাশ বাজার, রাজামেহার বাজার এবং ইটাখোলা প্রাথমিক বিদ্যালয়, হাসপাতাল, সাইতলা প্রাথমিক বিদ্যালয়, চুলাশ প্রাথমিক বিদ্যালয়, রাজামেহার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, আলিয়া মাদ্রাসা, বুটিয়াকান্দি মাদ্রাসা, কিষ্টপুর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়াও চান্দিনা, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্য দিয়ে রাস্তাটি অতিক্রম করেছে। হাজার হাজার মানুষ, শিক্ষার্থী, ভারী ও হালকা যানবাহন চলাচলের একমাত্র সড়ক এটি। রাস্তাটি খানাখন্দকে ভরে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় যানবাহন চলাচলের ফলে জমে থাকা পানি কাদায় পরিণত হয় এবং কাদাযুক্ত পানি ছিটকে পথচারীর জামাকাপড় নষ্ট হচ্ছে। খানাখন্দকের কারণে যান চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তাটি ভাঙাচোরা ও পানি জমে থাকার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এলাকাবাসী এ নিয়ে এলজিইডির প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেছে।

সর্বশেষ খবর