বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আগের ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে বিধ্বস্ত করেছিলেন বাংলাদেশের কিশোরীরা। গতকাল ভুটানে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৫ অক্টোবর ‘এ’ গ্রুপ রানার্সআপ ভুটানের বিপক্ষে সেমিফাইনাল খেলবেন স্বপ্নারা। একই দিনে ভারত লড়বে নেপালের বিপক্ষে। বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশ-ভারতই শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে।

নেপালকে হারালেও ফুটবলপ্রেমীদের মন ভরাতে পারেননি বাংলাদেশের কিশোরীরা। যে সুযোগ এসেছিল তাতে কম করে হলেও বাংলাদেশের ৫ গোলে জেতা উচিত ছিল। কিন্তু ২-১ ব্যবধানে জিতেই মাঠ ছাড়েন মৌসুমীরা। ১৬ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। টুর্নামেন্টে এটি তার অষ্টম গোল। আগের ম্যাচে ডাবল হ্যাটট্রিকসহ পাকিস্তানের বিপক্ষে ৭ গোল করেন তিনি। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী। ৪১ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন সামসুন্নাহার সিনিয়র। দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমে নেপালের পক্ষে ব্যবধান কমান রাশমি কুমারী।

সর্বশেষ খবর