রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘টাঙ্গাইল-৩ আসনে নৌকার জয় নিশ্চিত’

মনোনয়ন চান ড. আলম

নিজস্ব প্রতিবেদক

‘টাঙ্গাইল-৩ আসনে নৌকার জয় নিশ্চিত’

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাবেক ব্যাংকার ড. মো. নূরুল আলম তালুকদার বলেছেন, ‘দেশ ও জনগণের সেবায় সারা জীবন মানুষের পাশে থাকতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও বর্তমান সরকারকেই ক্ষমতায় থাকতে হবে। সারা দেশে আওয়ামী লীগের বিজয় ধরে রাখতে হলে সৎ, দক্ষ ব্যক্তিদের প্রাধান্য দিতে হবে। আগামী নির্বাচনে আমাকে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মনোনয়ন দিলে নৌকার বিজয় সুনিশ্চিত। আমি সরকারি চাকরি থেকে অবসরের পর নিজ এলাকা ঘাটাইল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সেবায় কাজ করে যাচ্ছি।’ সম্প্রতি এই প্রতিনিধির কাছে তিনি এলাকায় তার কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আগামী নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ শেষে কৃষি ব্যাংকে কর্মজীবন শুরু করে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, অগ্রণী ব্যাংক হয়ে সর্বশেষ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে এমডি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। নিজের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘চার-পাঁচ বছর ধরে নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ১৯৬৯ সালে ছাত্রলীগের হাত ধরে গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করি।’ তিনি ২০০৭ সালে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। সে বছরই তাকে সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক পদে নিয়োগ দেয় সরকার। নূরুল আলম বলেন, ‘এলাকার মানুষ মনে করে, একজন দক্ষ, নিবেদিতপ্রাণ, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ব্যক্তির জনপ্রতিনিধি হওয়া দরকার। তাই মানুষের অনুপ্রেরণায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই।’ তিনি বলেন, ‘আমার পরিবারের মা-বাবা ও তিন ভাই মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের নয় মাস টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তালুকদারবাড়ি হয়ে উঠেছিল স্থানীয় মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল। আমার মা মুক্তিযোদ্ধাদের কাছে মাদার অব ফ্রিডম ফাইটার্স বলে পরিচিত ছিলেন। আমরা তিন ভাই মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। আমার মাকে নিয়ে একবার বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার সৌভাগ্যও হয়েছিল।’

সর্বশেষ খবর