শিরোনাম
সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

উত্তরখানে আগুনে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরখানে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সুফিয়া বেগম (৫০)। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকরা বলছেন, আগুনে সুফিয়ার শরীরের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনজনে। ওই ঘটনায় দগ্ধ আরও পাঁচজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ভোরে উত্তরখান থানার ব্যাপারীপাড়া হেলাল মার্কেটের পাশে ১১০/এ নম্বর বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুলে একই পরিবারের আটজন দগ্ধ হন। পরে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওইদিনই সকালে আজিজুল ইসলাম (২৭) এবং বিকালে তার স্ত্রী মোসলেম বেগম (১৮) মারা যান।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, আগুনে মৃত সুফিয়ার মেয়ে আফরোজা আক্তার পূর্ণিমার (৩৫) ৮০ শতাংশ, পূর্ণিমার ছেলে সাগরের (১২) ৬৬ শতাংশ, ডাবলু মোল্লার (৩৩) ৬৫ শতাংশ, তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের (২৫) ৬ শতাংশ এবং ওই দম্পতির ছেলে আব্দুল্লাহ সৌরভের (৫) শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে আঞ্জুয়ারা ও আব্দুল্লাহ ছাড়া সবার অবস্থাই গুরুতর। তারা সবাই ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। জানা গেছে, গত মাসে এই পরিবারের সদস্যরা উত্তরখানের ওই বাসার নিচতলায় ওঠেন। সেখানে তিনটি কক্ষে তারা থাকতেন। তাদের বাড়ি পাবনার ভাঙ্গুড়া থানার রামকানা গ্রামে। এরা পরস্পর আত্মীয়স্বজন।

এদিকে, একই পরিবারের তিনজন মৃত্যুর ঘটনায় তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। হতাহতরা নিম্নবিত্ত পরিবারের।

সর্বশেষ খবর