শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একই দিনে

উদ্বিগ্ন লাখ লাখ ভর্তিচ্ছু

আকতারুজ্জামান

দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে একই দিনে সম্মান শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। একই তারিখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করায় তারা একটির বেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু আবেদনকারীরা। এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। জানা গেছে-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আগামী ৯ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেওয়া হবে ৯ নভেম্বর। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত  ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে বিজ্ঞান অনুষদে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা পরদিনই ১০ নভেম্বর হওয়ার কথা রয়েছে। গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে জীববিজ্ঞান অনুষদে ৯ নভেম্বর সকাল ১০টায় ও ‘এইচ’ ইউনিটে কৃষি অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদে ভর্তি পরীক্ষা নির্ধারিত রয়েছে ৯ নভেম্বর বিকাল ৩টায়। ‘সি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর সকাল ১০টায়। ডেন্টাল কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন শিখা ইসলাম। একই সঙ্গে এ ভর্তিচ্ছু আবেদন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়েও। তিনি এখন আর গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারছেন না। পরীক্ষার তারিখ বিবেচনা করে ইচ্ছে থাকলেও ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তির জন্য আবেদন করেননি। সামিহা তাসনিস শ্রেয়া নামে আরেক ভর্তিচ্ছু গতকাল জানান, ঢাবি অধিভুক্ত ৭ কলেজসহ  গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন তিনি। এখন  যেকোনো একটিতে ভর্তি পরীক্ষা দিতে হবে তাকে। কারণ একই সময়ে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এ প্রসঙ্গে বলেন, স্ব স্ব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করে থাকে। কিছু বিশ্ববিদ্যালয়ের অসহযোগিতার কারণে সমন্বিত বা গুচ্ছ পরীক্ষা পদ্ধতি চালু না হওয়ায় বছরের পর বছর শিক্ষার্থীরা এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, সুযোগ থাকলে এ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা উচিত। কারণ একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সঙ্গে একজন শিক্ষার্থীর স্বপ্ন জড়িয়ে আছে।

সূত্র মতে, দফায় দফায় রাষ্ট্রপতি ও চ্যান্সেলর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে আহ্বান জানালেও কিছু বিশ্ববিদ্যালয়ের অসহযোগিতার কারণে এ পরীক্ষা পদ্ধতি চালু হয়নি। ইউজিসি ও শিক্ষামন্ত্রণালয় চেষ্টা করেও বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ পদ্ধতির পরীক্ষার আওতায় আনতে পারেনি।

সর্বশেষ খবর