শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

গালাগাল মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী

————— কাজী খলীকুজ্জমান আহমদ

গালাগাল মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের তৎপরতা সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন দেশবরেণ্য অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তার মতে, আমাদের দেশে নির্বাচনকালীন রাজনীতি যে ধরনের গালাগালে পরিণত হয়, তা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। দেশে এখন স্বাধীনতাবিরোধীরা কলকাঠি নাড়ছে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে মানবতাবিরোধীদের হটাতে হবে। আসছে ভোটের ভাবনা নিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, ভোটের সময় পরিস্থিতি কেমন থাকবে, তা ঠিক রাখার দায়িত্ব মূলত রাজনীতিবিদদের। আমাদের ও গণমাধ্যমের দায়িত্ব হলো ক্ষয়ক্ষতির বিষয়গুলো দেশবাসীর কাছে তুলে ধরা। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক এই সভাপতি বলেন, ভোটের সময় অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের যে আর্থিক ক্ষতি হয়, তা পুষিয়ে নিতে ছয় মাস থেকে এক বছর লাগে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে নির্বাচনের সময় তাদের রাজনৈতিক দলগুলোর এজেন্ডায় থাকে শিক্ষা ও স্বাস্থ্যসুবিধা কে কীভাবে দেবে। কিন্তু আমাদের নির্বাচনে দেখি রাজনৈতিক গালাগাল। ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের মতে, রাজনৈতিক গালাগালের এ সংস্কৃতি আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাবিরুদ্ধ। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীরাই এ চেতনাবিরোধী অবস্থান নিয়ে নির্বাচনকালীন একটি অস্থির পরিবেশ ও পরিস্থিতি তৈরি করতে মরিয়া। তাদের হটানো এখন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষশক্তির মূল দায়িত্ব।

সর্বশেষ খবর