শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

হত্যাকাণ্ডের রাজনীতি বন্ধ করতে হবে

—————— খোন্দকার ইব্রাহীম খালেদ

হত্যাকাণ্ডের রাজনীতি বন্ধ করতে হবে

দেশে হত্যার রাজনীতি বন্ধ করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ। তার মতে, ভোটের সময় বিনিয়োগে প্রভাব পড়ে। বাণিজ্য কমে যায়। কিন্তু শত্রুভাবাপন্ন রাজনৈতিক চিন্তার বদল হলে নির্বাচনের সময় অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন এই বিশিষ্ট ব্যাংকার। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সপক্ষে সব সময় সোচ্চার এই অর্থনীতিবিদ মনে করেন, বাংলাদেশে যারা রাজনীতি করবেন, তাদের আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানতে হবে। এক কথায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিন্দুমাত্র বিরোধিতা করা যাবে না। সর্বজনশ্রদ্ধেয় এই অর্থনীতিবিদের মতে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে রাজনীতিতে শত্রুভাবাপন্নতা শুরু হয়েছে; যার খেসারত দিতে হয়েছে আমাদের অর্থনীতিকেও। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করার চক্রান্ত হয়েছে। সেই চক্রান্ত মোকাবিলা করে বঙ্গবন্ধুকন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। এখন দেশকে আরও সামনে ও উন্নয়ন ও উন্নতির শিখরে নিয়ে যেতে হলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধীদের হত্যার রাজনীতি বিদায় করতে হবে।

সর্বশেষ খবর