শিরোনাম
শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জ্বালাও-পোড়াও চাই না

———————— সিদ্দিকুর রহমান

জ্বালাও-পোড়াও চাই না

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মতো ব্যবসায়ীসমাজও কোনো ধরনের জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপতৎপরতা দেখতে চায় না বলে মনে করেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের স্বপ্ন স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে রপ্তানি আয় ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীতকরণ। মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল মানুষের অর্থনৈতিক মুক্তি আনা। এজন্য দেশের আপামর জনগণের সঙ্গে আমরা ব্যবসায়ীসমাজও নিরলসভাবে কাজ করছি। রাজনীতিবিদদের উচিত হবে আমাদের এই অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সহযোগিতা করা।’ পোশাকশিল্প মালিকদের এই নেতা আরও বলেন, ‘সম্প্রতি ঘোষিত পোশাকশ্রমিকদের ন্যূনতম ৮ হাজার টাকার নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন এখন আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। এত উচ্চ মজুরি নিয়ে কারখানা চালানো কষ্টকর। এর ফলে ভবিষ্যতে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে রাজনীতিবিদদের উচিত হবে পোশাকশিল্পের ৪০ লাখ শ্রমিক ভাইবোনের রুটিরুজির স্বার্থে নির্বাচনের সময় একটি শান্ত ও সুন্দর পরিবেশ জাতিকে উপহার দেওয়া।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর