শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি মেলেনি, তবু সিলেটে প্রস্তুতি

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটে সমাবেশের মধ্য দিয়ে নিজেদের মাঠের কর্মসূচি শুরু করতে চেয়েছিল। আগামী ২৩ অক্টোবর এই সমাবেশের তারিখও নির্ধারণ করে সংগঠনটি। কিন্তু পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি। তবে এতে দমে না গিয়ে সমাবেশের অনুমতি আদায়ের চেষ্টা চালাচ্ছেন সিলেট বিএনপির নেতারা। একই সঙ্গে ২৩ অক্টোবর না হলেও দু-একদিন পরে এই সমাবেশ হতে পারে, এমন ধারণায় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সিলেট বিএনপির নেতা-কর্মীরা।

জানা যায়, গত ১৩ অক্টোবর গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোট গঠিত হয়। এতে বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, গণফোরাম ও নাগরিক ঐক্য রয়েছে। গত মঙ্গলবার ঢাকায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় ঐক্যফ্রন্টের সভায় প্রথম মাঠের কর্মসূচি হিসেবে ২৩ অক্টোবর সিলেটে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। ওই সময় জেএসডি সভাপতি আ স ম আবদুর রব গণমাধ্যমকে জানান, সিলেট সফর করে জোটের নেতারা প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে বিকালে সমাবেশে বক্তব্য রাখবেন তারা। পরবর্তীতে সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশের অনুমতির জন্য পুলিশের কাছে আবেদন করেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা। ঐক্যফ্রন্ট নেতাদের অভিযোগ, পুলিশ প্রথমে অনুমতি দিলেও পরে তা বাতিল করে দেয়। তবে অনুমতি না দিলেও বসে নেই সিলেট বিএনপির নেতারা। পুলিশের কাছ থেকে অনুমতি আদায়ের জোর চেষ্টা চালাচ্ছেন তারা। একই সঙ্গে সম্ভাব্য ওই সমাবেশ ঘিরে শোডাউনের প্রস্তুতিও চলছে। সমাবেশে বিপুল লোক সমাগমের লক্ষ্য নিয়েও কাজ করছেন বিএনপি নেতারা। এই সমাবেশকে আগামী নির্বাচন ঘিরে নিজেদের দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে মাঠে নামার সূচনা মনে করছে বিএনপি। তবে শেষ পর্যন্ত সমাবেশ হোক বা না হোক, ঐক্যফ্রন্টের নেতারা মাজার জিয়ারত করতে সিলেটে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘এখনো আমাদের অনুমতি দেওয়া হয়নি। তবে আমরা অনুমতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি। শনিবার ফের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো।’ তিনি বলেন, ‘২৩ অক্টোবর না হলেও দু-একদিন পরে সমাবেশ হবে, এমনটা ধরে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।’ অবশ্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি না দেওয়ার সম্ভাবনাই বেশি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাব বলেন, ‘নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কায় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারা আবারও অনুমতি চাইলে দেওয়া হবে বলে মনে হয় না।’

সর্বশেষ খবর