শিরোনাম
শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঐক্যফ্রন্টের ৭ দফায় কাদের সিদ্দিকীর সমর্থন

ভীত নয় মানুষ : কামাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া সাত দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। গতকাল রাতে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় বৈঠক শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংবাদিকদের এ কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির সঙ্গে আমরা একমত। আমি ড. কামাল হোসেনের সঙ্গে একসঙ্গে পথ চলতে চাই।’ রাত ৮টার দিকে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার। অন্যদিকে ড. কামালের সঙ্গে বৈঠকে অংশ নেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক আ অ ম শফিক উল্লা। বৈঠক সূত্রে জানা গেছে, ঐক্যফ্রন্ট নিয়ে ইতিবাচক অবস্থানে বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি যে কোনো সময় ঐক্যফ্রন্টে আসতেও পারেন। তবে এ নিয়ে ড. কামাল হোসেনকে কোনো প্রতিশ্রুতি দেননি।

মানুষ ভীত নয় : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, আমাদের মেরে ফেললেও আমরা ভীত না। এদেশের ১৬ কোটি মানুষ ভীত নয়। গতকাল জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরশাদের পতনের প্রসঙ্গে তিনি বলেন, এদেশের মানুষের একটা ঐতিহ্য আছে। অন্যায় অসহ্য হয়ে গেলে মানুষ তা রুখে দাঁড়ায়, প্রতিহত করে। অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ আহমদ  খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, নিতাই রায় চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, সানাউল্লাহ মিয়া, সুব্রত চৌধুরী, মাসুদ আহমেদ তালুকদার, গোলাম মোস্তফা খান প্রমুখ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর