শিরোনাম
শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

খালেদার অনুপস্থিতিতে বিচার প্রশ্নে আপিলের শুনানি রবিবার

নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে বলে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন তার আইনজীবীরা। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী রবিবার দিন ঠিক করে দিয়েছে চেম্বার জজ আদালত। গতকাল চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন  জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। বর্তমানে এ মামলায় রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। আগামী ২৯ অক্টোবর সোমবার এ রায় ঘোষণা করার কথা রয়েছে বিচারিক আদালতে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর এ মামলায় খালেদা জিয়া আদালতে না আসায় তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে আদেশ দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। আদেশে আদালত বলেন, খালেদা জিয়া আদালতে হাজির হয়ে ৫ সেপ্টেম্বর বলেন, তিনি বারবার আদালতে আসতে পারবেন না। এতে আদালতের কাছে প্রতীয়মান হয় যে, খালেদা জিয়া আদালতে আসতে অনিচ্ছুক। অথচ এ মামলার দুই আসামি প্রতিদিন হাজির হচ্ছেন। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া আদালতে হাজির হননি। এমন অবস্থায় ন্যায়বিচারের স্বার্থে খালেদা জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে তাকে জামিনে রেখে বিচার চলবে। পরে গত ২৭ সেপ্টেম্বর বিশেষ জজ আদালতের এ আদেশের বিরুদ্ধে হাই কোর্টে রিভিশন আবেদন করা হয়। গত ১৪ অক্টোবর এই রিভিশন আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। এরপর বৃহস্পতিবার ওই খারিজ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

খনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠন পিছিয়েছে : বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। গতকাল রাজধানীর বকশীবাজারে ঢাকার-২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান এ দিন ধার্য করেন। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করা হয়। ওই বছর ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সর্বশেষ খবর