শিরোনাম
শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগে একক প্রার্থী বিএনপিতে অনেক

সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ

আওয়ামী লীগে একক প্রার্থী বিএনপিতে অনেক

ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এই তিন হাওর উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৪ নির্বাচনী এলাকা। এ আসনে ১৯৭০ থেকে ২০০৮ সাল পর্যন্ত মোট সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বর্তমানে তাঁর বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এ আসনের সংসদ সদস্য। আগামী নির্বাচনে তিনিই আওয়ামী লীগের একমাত্র প্রার্থী। অন্যদিকে আরেক বড় দল বিএনপিতে একাধিক প্রার্থী তৎপরতা চালাচ্ছেন। মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হলে উপনির্বাচনে রেজওয়ান আহাম্মদ তৌফিক বিপুল ভোটে জয়লাভ করেন। যে হাওরকে এক সময় অবহেলা করা হতো, হাওরবাসীকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হতো, সে হাওর এখন উন্নয়নের মডেল। এটা কেবল সম্ভব হয়েছে রাষ্ট্রপতির কারণে। হাওরে যেমন হয়েছে ডুবো সড়ক, তেমনি সারা বছর চলাচলের উপযোগী সড়কও নির্মিত হচ্ছে। উন্নয়নের কারণে খুব সহজেই নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে বলে মনে করছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক। তা ছাড়া এ আসনে আওয়ামী লীগও বেশ সংগঠিত।

এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি নেতা সৈয়দ অসীম, ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রতন ও ড্যাব নেতা ডা. ফেরদৌস আহমদ চৌধুরী লাকী। ফজলুর রহমান এক সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও তুখোড় ছাত্রনেতা ছিলেন। ১৯৮৬ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ সদর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ এলাকায় জনপ্রিয় থাকায় এ আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এই ক্ষোভে ফজলুর রহমান আওয়ামী লীগ ত্যাগ করেন। এরপর ১৯৯৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল হামিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। পরে ২০০১ ও ২০০৮ সালে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেও পরাজিত হন তিনি। এরপর তিনি বিএনপিতে যোগ দেন। এ আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও বেশিরভাগ নেতা-কর্মী ফজলুর রহমানের সঙ্গেই আছেন। তুখোড় বক্তা হিসেবে তার খ্যাতি রয়েছে। একমাত্র তাকে নিয়েই নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব হবে বলে তার অনুসারীরা মনে করেন। অপরদিকে আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পর তার ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে রেজওয়ান আহাম্মদ তৌফিকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন তরুণ নেতা সৈয়দ অসীম। পরে তিনি বিএনপিতে যোগদান করেন। এখানে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী অষ্টগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আফতাব।

সর্বশেষ খবর