শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পাঁচ সিটি করপোরেশনে ওয়াসা হচ্ছে কবে?

নিজামুল হক বিপুল

দেশের আরও পাঁচটি বিভাগীয় শহরে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠন হচ্ছে। ইতিমধ্যে এর প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে একাধিকবার তাগাদা দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কয়েকটি সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের দফতর থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় ওয়াসা গঠনে বিলম্ব হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং বিভাগ গঠনের অপেক্ষায় থাকা ফরিদপুর শহরে নিরাপদ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের লক্ষ্যে সরকার ওয়াসা গঠনের উদ্যোগ নিয়েছে মাস কয়েক আগে। সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার যেসব এলাকা নিয়ে ওয়াসা গঠন হবে সেসব এলাকার মৌজা, ওয়ার্ডের নাম, ওয়াসা এলাকার আয়তন, জনসংখ্যা, সিটি করপোরেশন এলাকার মোট আয়তন ও মোট জনসংখ্যার তথ্য চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও জেলা প্রশাসক এবং ফরিদপুর পৌরসভার মেয়র ও জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয় আগস্টে। একই চিঠিতে পানি সরবরাহ শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, গ্রেড, চাকরির মেয়াদ, মোট জনবল, বেতন-ভাতা বাবদ মাসিক কত টাকা খরচ হয়; একই সঙ্গে পানি সরবরাহ খাতে বিগত পাঁচ বছরের আয় ও ব্যয়-সংক্রান্ত তথ্য (মাসওয়ারি) এবং বকেয়া অর্থের পরিমাণ (যদি থাকে) কত— এসব তথ্য পাঠানোরও নির্দেশ দেওয়া হয়। চিঠিতে ৩০ আগস্টের মধ্যে চাহিদা ও ছক অনুসারে পূর্ণাঙ্গ তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে তথ্য না পেয়ে স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট শাখা পুনরায় তথ্য চেয়ে ২০ সেপ্টেম্বর আরেকটি চিঠি সংশ্লিষ্ট মেয়র ও জেলা প্রশাসক বরাবরে পাঠিয়েছে। তাতে ২৫ সেপ্টেম্বরের মধ্যে তথ্য প্রেরণের নির্দেশনা দেওয়া হয়। এই পত্র পাঠানোর পর এক মাসের বেশি সময় পার হয়ে গেলেও কোনো তথ্যই এখন পর্যন্ত মন্ত্রণালয়ে পাঠায়নি সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলো। ফলে বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এবং ফরিদপুর পৌরসভায় ওয়াসা গঠনের কাজ আটকে আছে প্রায় তিন মাস ধরে।স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা প্রস্তাবিত পাঁচটি শহরে ওয়াসা গঠনের নথি অনুমোদনের জন্য মন্ত্রীর দফতরে পাঠাবেন।

কিন্তু বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলো তথ্য না দেওয়ায় ওয়াসা গঠন প্রক্রিয়া ঝুলে আছে।

সর্বশেষ খবর