শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চাঁদপুরে টাস্কফোর্সের ওপর জেলেদের হামলা

৫০০ মণ ইলিশ জব্দ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে সদর উপজেলার লগ্গী মারার চর থেকে মজুদ ইলিশ উদ্ধার করতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন জেলা টাস্কফোর্সের সদস্যরা। এ সময় হামলা থেকে রক্ষা পেতে নৌ-পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫০০ মণ মা ইলিশ জব্দ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মাহমুদ জামানের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্গী মারার চরে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর প্রধানিয়ার বাড়িতে মা ইলিশ মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ইলিশগুলো উদ্ধার করতে গেলে জেলেরা ক্ষিপ্ত হয়ে টাস্কফোর্সের সদস্যদের ওপরে হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৪০ রাউন্ড গুলি নিক্ষেপ করে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মাহমুদ জামান বলেন, দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৫০০ মণ মা ইলিশ জব্দ করা হয়। এর মধ্যে ১০০ মণের অধিক মাছ উদ্ধার করা হয়।

রাত হয়ে যাওয়ার কারণে বাকি মাছ স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ অন্যদের জিম্মায় রাখা হয়েছে।

সর্বশেষ খবর