শিরোনাম
রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
নারায়ণগঞ্জে মহাসমাবেশ

লাখো জনতাকে শপথ বাক্য পাঠ করালেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

লাখো জনতাকে শপথ বাক্য পাঠ করালেন শামীম ওসমান

নারায়ণগঞ্জে গতকাল মহাসমাবেশে বক্তব্য দেন শামীম ওসমান —বাংলাদেশ প্রতিদিন

সংসদ সদস্য শামীম ওসমান রাজনৈতিক চক্রান্তকারীদের ‘শকুন’ আখ্যা দিয়ে বলেছেন, শকুনেরা উড়ছে। ওদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আজ জেগে উঠেছে। তিনি বলেন, ইতিহাস সাক্ষী নারায়ণগঞ্জ যতবার জেগেছে দেশও ততবার জেগেছে। শামীম ওসমান গতকাল বিকালে ফতুল্লার মাসদাইরে শামসুজ্জোহা স্টেডিয়ামে এক বিশাল সমাবেশে বক্তৃতা করছিলেন। ‘জেগে উঠেছে নারায়ণগঞ্জ, জেগে ওঠ শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক এ সমাবেশের আয়োজকও ছিলেন তিনি। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, পিপি ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, যুগ্মসাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসরাত জাহান খান স্মৃতি, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ। শামীম ওসমান বক্তৃতা শুরুর আগে উপস্থিত জনতাকে শপথবাক্য পাঠ করান। তারা শপথ নেন- ‘আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে, জাতির জনকের কন্যা, বিশ্বমানবতার নেত্রী, দেশরত্ন শেখ হাসিনার ডাকে স্বাধীনতাবিরোধী, আগুনসন্ত্রাসী ও দেশ বেঁচে খাওয়া জ্ঞানপাপীদের সব ষড়যন্ত্র মোকাবিলায় সদা প্রস্তুত থাকব। ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জননত্রীে শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থাকব।’ শপথ গ্রহণের পর শামীম ওসমানের ডাকে সাড়া দিয়ে জনতা স্লোগান ধরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। দীর্ঘক্ষণ চলে স্লোগান। তাতে সমাবেশস্থল ও আশপাশ এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের তীব্র সমালোচনা করে শামীম ওসমান বলেন, উনি বোধহয় আমাদের আহাম্মক ভাবেন। নইলে উনি কী করে বলেন ২০ দলের সঙ্গে তার ঐক্য হয়েছে, জামায়াতের সঙ্গে নয়। কী করে বলেন, বিএনপির সঙ্গে ঐক্য হয়েছে তারেকের সঙ্গে নয়। তারেক তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তারেককে বাদ দিয়ে বিএনপির সঙ্গে ঐক্য কীভাবে সম্ভব? ড. কামালের আচরণে আমার লজ্জা হয়। কারণ শৈশবে এই ভদ্রলোকের কোলে-পিঠে উঠেছিলাম। তিনি বলেন, মির্জা ফখরুল আর ড. কামালরা নির্বাচনের জন্য মাঠে নামেননি। তারা মাঠে নেমেছেন নির্বাচন বানচাল করতে। জনগণের ওপর আঘাত করে নির্বাচন বানচালের চেষ্টা করলে আমরা নারায়ণগঞ্জবাসী আর বসে থাকব না। এত দিন নেত্রীর কথায় ধৈর্য ধরেছি। ‘কিন্তু জনতার ওপর আঘাত এলে এই ধৈর্য রক্ষা করা যাবে না’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। শামীম ওসমান বলেন, ‘কেউ যদি ভেবে থাকেন দেশের মানচিত্রের ওপর আঘাত করবেন, আমাদের নেত্রীর ওপর হামলা চালাবেন তারা কেউ টিকবেন না। আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমরা পরাধীন হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। সমাবেশ শুরুর কথা বিকাল ৪টায়। কিন্তু বেলা ১২টা থেকেই জেলার সাত উপজেলা থেকে একের পর এক মিছিল আসতে থাকায় ১টায় স্টেডিয়াম কানায় কানায় ভরে যায়। তার পরও জনতা আসতে থাকে। একপর্যায়ে মঞ্চ থেকে মাইকে ঘোষণা করা হয়, ‘মাঠে আর জায়গা নেই। যে যেখানে যে এলাকার রাস্তায় রয়েছেন দয়া করে সেখানেই অবস্থান করুন।

সর্বশেষ খবর