শিরোনাম
রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রাজাপক্ষে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

রাজাপক্ষে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

নির্বাচিত প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে বিরোধীদলীয় নেতা মাহিন্দা রাজাপক্ষকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়িয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউএফপিএ) ক্ষমতাসীন জোট থেকে সরে যাওয়ার পরপরই গত শুক্রবার সিরিসেনা প্রধানমন্ত্রীর পদ থেকে রনিল বিক্রমসিংহকে সরিয়ে দেন। সূত্র : বিবিসি, রয়টার্স। দেশের দক্ষিণাঞ্চলে সফরে থাকা অবস্থাতে বিক্রমসিংহে বরখাস্ত হওয়ার খবর পান। শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা বাতিল হয়ে যায়। এ অবস্থায় রাজাপাকসে এখনো তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেননি। এদিকে বরখাস্ত করার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিক্রমসিংহে। তিনি প্রেসিডেন্টের আদেশ মানতে অস্বীকার করেছেন। বলেছেন, ‘সংবিধান অনুযায়ী কেবল পার্লামেন্টই তাকে সরাতে পারে। আমার এখনো সংখ্যাগরিষ্ঠতা আছে। আমি এখনো প্রধানমন্ত্রী এবং আমি এ দায়িত্ব চালিয়ে যাব।’ এ বিষয়ে আইনি পদক্ষেপের পথে হাঁটবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবন দখলে রাখা বিক্রমসিংহ। এদিকে পার্লামেন্টের স্পিকার কারু জয়সুরিয়া জানিয়েছেন, সাংবিধানিক নিয়ম কানুন দেখেই তিনি রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দেবেন কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। উল্লেখ্য, সামপ্রতিক মাসগুলোতে শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটের মধ্যে বেশকিছু বিষয় নিয়ে তীব্র মতবিরোধ চলছিল। বাজেট অধিবেশনের জন্য ৫ নভেম্বর থেকে দেশটির নতুন সংসদ অধিবেশন বসার কথা ছিল। সাংবিধানিক বিরোধ মেটানোর দায়িত্ব শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টের, তাও সোমবারের আগে খুলছে না বলে জানিয়েছে এনডিটিভি। সিরিসেনার আদেশকে ‘অসাংবিধানিক’ অ্যাখ্যা দিয়ে রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে ভাষণ দিতে চেয়েছিলেন বিক্রমসিংহ মন্ত্রিসভার সদস্য মঙ্গল সামারাবিরা ও মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সেনারত্নে। সেসময় তিন মিনিটের জন্য রুপবাহিনী টেলিভিশনের সম্প্র্রচার বন্ধ করে দেওয়া হয়। টুইটারে রাজাপাকসের নিয়োগকে ‘গণতন্ত্রবিরোধী অভ্যুত্থান’ হিসেবে আখ্যায়িত করেছেন সামারাবিরা।

সর্বশেষ খবর